বুধবার, ১১ আগস্ট, ২০১০

বিপজ্জনক টয়লেট

স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার না করলে অনেক খারাপ খারাপ অসুখ হয়, এটা তো আমরা জানিই। তবে সুন্দর ছিমছাম আধুনিক টয়লেট ব্যবহারও মাঝে মধ্যে বিপদ ডেকে আনে। বিপদটা ঘটে ছিল আমাদের দেশে নয়, খোদ ভদ্রলোকের দেশ ইংল্যান্ডের পশ্চিম মিডল্যান্ড-এ।




৩৫ বছর বয়স্ক এক ভদ্রলোক শহরের একটি পাবলিক টয়লেটে এই ‘ভয়াবহ’ বিপদে পড়েন। ব্যাপার আর কিছুই না, তিনি টয়লেটের প্যানে আটকে গিয়েছিলেন। তাও আবার যেনতেন আটকান না, এবার কঠিন আঁঠায় আটকানো যাকে বলে আরকি। বেচারা যখন টের পেলেন তিনি আর টয়লেটের মায়া ছেড়ে কোনভাবেই উঠতে পারছেন না, তখন বাধ্য হয়ে ফায়ার বিগ্রেডে ফোন করেন। এতকিছু থাকতে তিনি টয়লেট থেকে বাঁচতে কেন ফায়ার বিগ্রেডে ফোন করেছিলেন, তা তিনিই জানেন।
তো দমকল বাহিনীও কম চেষ্টা করেনি, তাকে ধরে বিস্তর টানা হেঁচড়া করেছে। আহারে বেচারা, তাকে যখন টানাটানি করা হচ্ছিল, তখন সে লজ্জায় লাল হয়ে কমোডে বসে ছিল, এছাড়া আর কিই বা করবে!
তুমুল টানাটানিতেও যখন কাজ হলো না, তখন পুরো কমোডসহ তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। সেখানে রীতিমত সার্জারি করে এরপর তার মুক্তি।
অনুসন্ধান করে জানা যায় যে, কে বা কারা কমোডে সুপার গ­ু ছড়িয়ে রেখেছিল।
ঐ ভদ্রলোক এখন থেকে নিশ্চই টয়লেটে বসার আগে দশবার ভেবে নেবেন, তাই না!
ও, আরেকটি কথা, কমোডটি আলাদা করার পর সেটাকে আবার তার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন