মঙ্গলবার, ১০ আগস্ট, ২০১০
প্রবাদের রকমফের
মূল প্রবাদ- যদি তুমি কাউকে ভালবাসো, সে চলে যেতে চাইলে তাকে চলে যেতে দাও। সে যদি তোমাকে ভালোবাসে, তবে অবশ্যই সে ফিরে আসবে।
এবার পডুন এর বিভিন্ন মানসিকতার মানুষের ভিন্ন ভিন্ন ভার্সন-
হতাশাবাদী- যদি তুমি কাউকে ভালবাসো, সে চলে যেতে চাইলে তাকে চলে যেতে দাও। ফিরে আসলে সে তোমার, আর না আসলে বুঝে নেবে কখনোই তোমার ছিল না।
আশাবাদী- যদি তুমি কাউকে ভালবাসো, তাকে চলে যেতে দাও। চিন্তা করো না, চলে আসবে।
সন্দেহগ্রস্থ- যদি তুমি কাউকে ভালবাসো, তাকে চলে যেতে দাও। ফিরে এলে, জিজ্ঞেস করো কেন ফিরে এলো।
র্ধৈয্যশীল- যদি তুমি কাউকে ভালবাসো, তাকে চলে যেতে দাও। যতদিন ফিরে না আসে, ততদিন অপেক্ষা করো।
খেলোয়ার- যদি তুমি কাউকে ভালবাসো, তাকে চলে যেতে দাও। সে যদি ফিরে আসে, আর তুমি যদি তাকে এখনো ভালবাসো, তাহলে আবার চলে যেতে বলো। এবার দেখ আসে কিনা।
পশু অধিকার কর্মী- যদি তুমি কাউকে ভালবাসো, তাকে চলে যেতে দাও। দিতেই হবে, কেননা সব প্রাণীরই আছে স্বাধীনতার অধিকার।
এমবিএ-ও ছাত্র- যদি তুমি কাউকে ভালবাসো, তাকে চলে যেতে দাও আর সেইসঙ্গে তুমিও অন্য কাউকে খুঁজে বের করো বাছা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন