চির যুবক থাকার ঊপায়গুলো হচ্ছে সৎভাবে বেঁচে থাকা,ধীরে-সুস্থে খাবার খাওয়া এবং মিথ্যা কথা বলে বয়স কমানো-
লুসিলি বেল।
যখনই কেউ বয়স জিজ্ঞেস করে, আমি বলি আমার বয়স ৪৯ পাস ভ্যাট।-লিওনেল বেয়ার।
আমার যত কার্টুন, লেখা, কাজ.....সব
চির যুবক থাকার ঊপায়গুলো হচ্ছে সৎভাবে বেঁচে থাকা,ধীরে-সুস্থে খাবার খাওয়া এবং মিথ্যা কথা বলে বয়স কমানো-
লুসিলি বেল।
যখনই কেউ বয়স জিজ্ঞেস করে, আমি বলি আমার বয়স ৪৯ পাস ভ্যাট।-লিওনেল বেয়ার।
থাক, গরমের কষ্ট আর বর্ণনা করলাম না। তার থেকে চলো মজার ব্যাপারগুলো একটু মনে করিয়ে দেই। প্রথমেই আসে মজার মজার ফলের কথা। এই গরমের সময়ই পাওয়া যায় ফলের রাজা আম। তাও আবার সেকি বাহারি নামের, রসালো স্বাদের আম। উফ্, জিভে একেবারে পানিই এসে গেল। আরো আছে জাতীয় ফল কাঁঠাল, মুড়ি দিয়ে খেতে যার কোন তুলনা নেই। এরপর গোল গোল রসের লিচু।। আরো পাওয়া যায় জামরুল, তরমুজ, বেল ইত্যাদি ইত্যাদি